চাঁদপুর সরকারি মহিলা কলেজে বিসিএস’র ৫ জন প্রভাষকের যোগদান
প্রেস বিজ্ঞপ্তি :
গতকাল চাঁদপুর সরকারি মহিলা কলেজে ৪১ তম বিসিএস এর ৫ জন নবীন কর্মকর্তা যোগদান করেছেন। এ সময় চাঁদপুর সরকারি মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মো: মাসুদুর রহমান সদ্যযোগদানকৃত কর্মকর্তাবৃন্দকে ফুলেল ও উষ্ণ অভ্যর্থনা জানান। যোগদানকৃত কর্মকর্তাবৃন্দ হলেন সিরাজাম মুনিরা ঝুমানা, প্রভাষক, বাংলা; গুলে জান্নাত, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান; রাবেয়া আক্তার, প্রভাষক, প্রানিবিদ্যা; মৌটুসী আক্তার কনা, প্রভাষক, ইতিহাস; আবদু রহমান, প্রভাষক, পদার্থবিদ্যা।