জন্মাষ্টমী উপলক্ষে হাজীগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা
শাখাওয়াত হোসেন শামীম :
‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’-এই আদর্শিক স্লোগানকে সামনে রেখে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউড় আখড়া থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী রাজা লক্ষী নারায়ণ জিউড় আখড়ায় এসে সমাপ্ত হয়।
বাংলাদেশ জম্মষ্টমী উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে জম্মষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিধু ভূষন রায় (সুজন)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ।
বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাশেদুল ইসলাম।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সত্য ব্রত ভদ্র মিঠুনের সঞ্চালনায় ও জম্মষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন সরকারের সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন,
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক স্বপন কুমার পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রুহিদাস বনিক,
লক্ষী নারায়ণ জিউর আখড়ার সভাপতি দিলীপ কুমার সাহা,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ সাহা মনা,শ্যামল সাহা।
ওই সময় গৌরাঙ্গ পোদ্দার, লিটন পাল, রাধা কান্ত রাজু, গৌতম সাহা, গোপাল সাহা, প্রবীর সাহা ফটিক, বাবুল দাস, শিমুল শিকদার,
দুলাল দাস ও বলরাম সাহাসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালি শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
উল্লেখ, দু’দিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আজ (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভাগবত পাঠ ও রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ১২টায় ১ মিনিটে অভিষেক, কৃষ্ণ পূজা ও প্রসাদ বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হবে।