নেত্রকোণা মুক্ত দিবস ও রোকেয়া দিবস পালিত
চাঁদপুর প্রতিদিন ডেস্ক :
ঐতিহাসিক নেত্রকোণা মুক্ত দিবস, ৯ ডিসেম্বর । ১৯৭১ সালের এই দিন সকালে শত্রুমুক্ত হয় নেত্রকোণা জেলা।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত ‘প্রজন্ম শপথ’ শহীদ স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, সুযোগ্য জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শ্রদ্ধাজ্ঞলি অর্পন শেষে বর্নাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পাবলিক হল প্রাঙ্গনে এসে শেষ হয়। একই সাথে বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
এ উপলক্ষে জেলা প্রশাসন নেত্রকোণা কর্তৃক নেত্রকোণা মুক্ত দিবসের সাথে যৌথভাবে সকল অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পাবলিক হল মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও সকালে শহিদ মিনার প্রাঙ্গণে দুর্নীতি বিরোধী মানব বন্ধন অনুষ্ঠিত হয় ও জেলা পর্যায়ে নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।