পুরো জেলায় এ বছর প্রথম পর্যায়ে ৪২ হাজার কম্বল বিতরণ করা হচ্ছে : জেলা প্রশাসক কামরুল হাসান
চাঁদপুর সিএসডি গোডাউনে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিদেক :
চাঁদপুর সিএসডি গোডাউনে শ্রমিক, ড্রাইভার ও কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিএসডি খাদ্য গুদাম প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় তিনি বলেন, পুরো জেলায় এ বছরর প্রথম পর্যায়ে ৪২ হাজার কম্বল বিতরণ করা হচ্ছে। কম্বল বিতরণের শুরুতেই আপনাদের মাঝে আমি প্রধানমন্ত্রীর উপহার তুলে দিচ্ছি। এ বছর শীত শুরু হওয়ার পূর্বেই আমাদের কাছে শীতবস্ত্র এসেেছ। তাই আমরা প্রত্যেক উপজেলায় শীতের শুরুতেই শীতবস্ত্র বিতরণ করতে পারছি। আপনারা আপনাদের সন্তানদের শিক্ষিক করবেন। যে শিক্ষায় আপনার সন্তান চাকুরী পেতে সহজ হয়, মানে কারিগরি শিক্ষার উপর জোর দিবেন।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা ভূমি কর্মকর্তা হেদায়েত উল্যা, জেলা খদ্য নিয়ন্ত্রক মোঃ শাহজামাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শংকর চন্দ্র অধিকারী, সিএসডির ব্রাবস্থাপক রবীন্দ্র লাল চাকমা, কারিগরি খাদ্য পরিদর্শক নাছির উদ্দিন।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা খদ্য নিয়ন্ত্রক অফিসের হিসাব রক্ষক হাফেজ আহমেদ।