প্রচারণায় মতলবের দু’ উপজেলার প্রার্থী ১০ প্রার্থী
নিজস্ব প্রতিবেদক :
প্রথম ধাপে চাঁদপুরের মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। ২৩ মে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন। প্রতীক পাওয়ার পরই নির্বাচনী প্রচার-প্রচারণায় আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছেন প্রার্থীরা। নিজ নিজ প্রতীকে ভোট চেয়ে ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে।
মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ (ঘোড়া) প্রতীক, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার (দোয়াত-কলম) প্রতীক ও খাদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর (আনারস) প্রতীক পেয়েছেন।
মতলব দক্ষিণ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন একজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছে দুই জন।
এদিকে মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস (কাপ-পিরিজ) প্রতীক, মোহাম্মদ মানিক দর্জি (ঘোড়া) প্রতীক ও মুক্তার হোসেন গাজী (আনারস) প্রতীক পেয়েছেন।
এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী একজন হওয়ায় কোন প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে না। তবে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন দুইজন প্রার্থী।