প্রতীক নিয়ে চাঁদপুরের তিন উপজেলায় প্রচারণায় ২৬ প্রার্থী
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের উৎসবমুখর পরিবেশে তিন উপজেলায় ২৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ২১ মে দ্বিতীয় ধাপে জেলার সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২ মে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা বশির আহমেদ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।
চাঁদপুর সদর উপজেলার মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দুজন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান পেয়েছেন কাপ-পিরিচ, আইয়ুব আলী বেপারী পেয়েছেন দোয়াত কলম, অ্যাড. হুমায়ুন কবির সুমন পেয়েছেন ঘোড়া প্রতীক, মো. রাকিব মাঝি পেয়েছেন আনারশ, মিজানুর রহমান ভুইয়া কালু পেয়েছেন মোটরসাইকেল মার্কা।
ভাইস চেয়ারম্যান পদে এবিএম রেদওয়ান পেয়েছেন চশমা প্রতীক, নুরুল হায়দার সম্রাট পেয়েছেন টিউবয়েল, হারুন হাওলাদার পেয়েছেন তালা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিপ্রা দাস পেয়েছেন ফুটবল ও রেবেকা সুলতানা মুন্না পদ্মফুল।
হাজীগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী হওয়ায় কোনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি।
তাদের মধ্যে চেয়ারম্যান পদে মো. আবু সুফিয়ান মজুমদার পেয়েছেন ঘোড়া, মোহাম্মদ হেলাল উদ্দিন আনারস ও মো. জসিম দোয়াত কলম প্রতিক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুবি বেগম ফুটবল ও রাবেয়া আক্তার প্রজাপতি প্রতীক পেয়েছেন।
শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতীক পেয়েছেন।
শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতীক পেয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে মো. ওমর ফারুক আনারস ও মো. মুকবুল হোসেন পাটওয়ারী ঘোড়া প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে মো. ইব্রাহিম খলিল মাইক), তোফায়েল আহমেদ ইরান উড়োজাহাজ, মো. ইমাদুল হক চশমা, মো. নূর আলম তালা এবং ওমর ফারুক টিউবওয়েল প্রতীক পেয়েছেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন নাহার কলস, হাসিনা আক্তার প্রজাপতি, কামরুন নাহার হাঁস। হনুফা আক্তার ফুটবল প্রতীক পেয়েছেন।
এইদিন বেলা দুইটার পর থেকে এই তিন উপজেলায় নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীদেরকে নির্বাচন আচরণবিধি মেনে চলার আহবান জানান।