বিএনপি কোন ঈদের পরে আন্দোলন করবে তা কেউ জানে না : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিএনপি বেশ আগে থেকেই ঈদের পরে আন্দোলন করবে। তবে কোন ঈদের পরে আন্দোলন করবে তা কেউ জানে না। বিএনপির যেকোনও আন্দোলনই শুধু হাঁকডাকেই সীমাবদ্ধ।’ মঙ্গলবার (২৭ জুন) দুপুরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপির হাতে গণতন্ত্র নিরাপদ নয় জানিয়ে দীপু মনি বলেন, ‘দেশবাসী জানে গণতন্ত্র আসলে শেখ হাসিনার হাতেই নিরাপদ। আগামীতেও জনগণ তার পাশে থেকে ভোট দিয়ে এই গণতন্ত্রকে সুরক্ষিত রাখবে। আগামী দিনে আমরা আরও ভালো থাকতে চাই। আর সেটি বঙ্গবন্ধুকন্যার মাধ্যমেই সম্ভব।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আন্দোলন হচ্ছে জনগণের সম্পৃক্ততা। জনগণের সম্পৃক্ততা ছাড়া সঠিক আন্দোলন হতে পারে না। সেই কারণে তাদের কোনও আন্দোলন সঠিক না, সঠিক হতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘যারা অতীতে গণতন্ত্রকে হত্যা করেছে, স্বৈরশাসন চালিয়েছে, যারা কারফিউ দিয়ে দেশ চালিয়েছে, গ্রেনেড মেরে মানুষ হত্যা করেছে, তাদের হাতে কোনদিন গণতন্ত্র নিরাপদ ছিল না।’
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আরাফাত, সদর ভূমি কর্মকর্তা হেদায়েতুল্লাহসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।