বিশ্বের বিস্ময় এখন জননেত্রী শেখ হাসিনা : সুজিত রায় নন্দী
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিশ্বের বিস্ময় হয়ে উঠেছেন তিনি। তাঁর নেতৃত্বে এরই মধ্যে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার মানদণ্ড পূরণ করেছে বাংলাদেশ।
শুক্রবার( ২৫ আগস্ট) বিকেলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুজিত রায় নন্দী বলেন, জননেত্রী শেখ হাসিনা বিস্ময়কর অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের মাধ্যমে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুসহ অবকাঠামো উন্নয়নে এক নবজাগরণ ঘটিয়েছেন।
তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশনা হলো দেশের সাধারণ মানুষ ও অসহায় মা-বোনদের কষ্ট যেন না হয়।
গরিব মানুষের সুবিধার জন্য সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচি হাতে নিয়েছেন। যেমন, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা। তিনি লাখ লাখ গৃহহীন মানুষকে গৃহ দিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুঁইয়া, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্যাহ আখন,
শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক এস.এম জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে চরফতেজংপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুকবুল মোল্লার সভাপতিত্বে সঞ্চলনায় ছিলেন, সহকারী শিক্ষক দেলওয়ার তানভীর।
এসময় উপস্থিত ছিলেন, ইব্রাহীমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঈমান হাওলাদার, জহির পাটওয়ারী, আব্দুস ছাত্তার পাটওয়ারী, লক্ষিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সফিক বেপারি, ইব্রাহীমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক মোতালিব শেখ, সাবেক ছাত্রলীগ নেতা মনির কাজি, আক্কাস শেখ, মাসুদ পাটওয়ারী, ইয়াসীন হাওলাদার, রাসেল খাণ রাজা প্রমুখ।