মন্ত্রিপরিষদ বিভাগে পদায়ন হলেন উপসচিব অন্জনা খান মজলিশ
চাঁদপুর প্রতিদিন রিপোর্ট :
চাঁদপুরের সাবেক সুযোগ্য জেলা প্রশাসক ও বর্তমানে নেত্রকোণার জেলা প্রশাসক অন্জনা খান মজলিশকে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। ২২ তম বিএসএস ক্যাডারের এই কর্মকর্তা গত দেড় বছরেরও বেশি সময় ধরে চাঁদপুরে দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এরপর চাঁদপুর থেকে বদলি হয়ে গত বছরের জুন মাসে তিনি নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করেন। দীর্ঘ ১৩ মাস তিনি সেখানে অত্যন্ত দক্ষতার সাথে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করে আসছেন।
উল্লেখ্য, তিনি চাঁদপুর এবং নেত্রকোনা ২’ জেলাতেই প্রথম নারী জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব নেন।
গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো: আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের ১০ জেলার ডিসিদের বিভিন্ন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। তার আগে গত সপ্তাহে ১০ জেলার ডিসিদের রদবদল ও মন্ত্রনালয়ে পদায়ন করা হয়।
জানা গেছে, অন্জনা খান মজলিশসহ এই পদায়ন রদবদলে অনেকেই উপসচিব পর্যায়ে সিনিয়র। যাদের মধ্যে ২২ তম ব্যাচের অনেকেই আছেন। যাদের প্রায় প্রত্যেকেরই বিভিন্ন মন্ত্রনালয়ে পদায়ন করা হয়েছে। নির্বাচনের আগে ২৪ তম ব্যাচের ক্যাডার কর্মকর্তাদেরই ডিসি হিসাবে বেশি কর্মরত থাকবেন।
এদিকে অন্জনা খান মজলিশ তার পদায়ন সম্পর্কে বলেন, মহান সৃষ্টি কর্তার কাছে শুকরিয়া। চাকরি জীবনে ২ টি জেলাতেই জেলা প্রশাসক হিসাবে চাকরি করে জনগনের কল্যাণে নিজেকে সপে দিয়েছি। যে উদ্দেশ্য ও আদর্শে সরকার ডিসি হিসাবে পাঠান, সেটি আমি পূরন করতে পেরেছি বলে বিশ্বাস। দু’ জেলার জনগনই আমাকে সহযোগিতা করেছেন। আমিও তাদের আপন করে নিয়েছি।কাজের প্রতি শ্রদ্ধা এবং সততা এবং সাহসকে বুকে ধারন করে কাজ করেছি। সর্বস্তরের মানুষের উপকার করতে চেষ্টা করেছি। নেত্রকোনা এবং চাঁদপুরের রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক এবং সাধারন মানুষ আমাকে ভালোবেসেছে, শ্রদ্ধা ও সম্মান দেখিয়েছেন। আমিও আমার সাধ্যমতো চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য এবং তা পেরেছি। তিনি বলেন, সবার কাছে দোয়া চাই, যেন নতুন কর্মস্থলে থেকে আরো বেশি কিছু করতে পারি দেশের মানুষের জন্যে।