শাহমাহমুদপুর ইউনিয়নে আইয়ুব আলীর দোয়াত কলম মার্কার সমর্থনে উঠোন বৈঠক
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শাহ মাহমুদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে কৃষ্ণপুর পাটোয়ারী বাড়িতে ফয়সাল আহমদ হীরার উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী মোঃ আইয়ুব আলী বেপারীর দোয়াত কলম মার্কার সমর্থনে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টায় ইউনিয়নের ১নং ওয়ার্ড কুমারডুগি পাটোয়ারী বাড়িতে এই উঠোন বৈঠকটি অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ হীরার পরিচালনায় উক্ত উঠোন বৈঠকে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মোঃ আইয়ুব আলী বেপারী। এসময় তিনি বলেন, আপনারা এর পূর্বে আমাকে ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এবার আমি চাই উপজেলা চেয়ারম্যান পদে আপনারা সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করবেন। আমি আপনাদের দোয়া ও অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করছি। জীবনের শেষ সময়েও যেন আপনাদের সাথে পাশে থাকতে পারি। সুশাসন উন্নয়ন ও মানুষের অধিকার ফিরে পেতে আগামী ২১ মে তাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করার জন্য দলমত নির্বিশেষে সকল ভোটারদের প্রতি দোয়াত কলম প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান।
এসময় শাহ মাহমুদপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটোয়ারী, জেলা কৃষক লীগের সদস্য সচিব আব্দুল হান্নান সবুজ, জেলা যুবলীগের সদস্য কামাল হোসেন খান লালু, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হান্নান খান মিলন, সাধারণ সম্পাদক কামাল হাজি, গ্রামীণ ব্যাংকের সাবেক এজিএস শাহজাহান পাটোয়ার, বোরহান মাস্টার, শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি বিলকিস আক্তার, সাধারণ সম্পাদিকা ফিরোজা বেগম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সোহেল পাটোয়ারী সোহাগ (ইউপি মেম্বার), ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহ আলম খান, সিনিয়র সহ-সভাপতি মনসুর খান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ শরীফ খন্দকার, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি আল হেলাল ইনু, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী কামরুল হাসান খান, সাবেক আওয়ামী লীগের সেক্রেটারি মোস্তফা খান কালু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক মোঃ হোসেন রবিন, ফজলে রাব্বী, কামরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাজ, আহ্বায়ক কবির হোসেন সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ সহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।