সদ্য পদন্নোতি প্রাপ্ত যুগ্ম সচিবদের বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া
নিজস্ব প্রতিবেদক :
৬ সেপ্টেম্বর বুধবার সদ্য পদন্নোতি পাওয়া বিসিএস প্রশাসন ক্যাডারের ২২ তম ব্যাচের যুগ্মসচিবগণ ধানমন্ডি ৩২ নম্বরে এবং গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
এসময় চাঁদপুর এবং নেত্রকোনা জেলার সাবেক সুযোগ্য জেলা প্রশাসক এবং মন্ত্রী পরিষদের উপসচিব অন্জনা খান মজলিশসহ তাঁদের ব্যাচমেট নয়া যুগ্মসচিবগন বঙ্গবন্ধুর বাড়ি ঘুরে ঘুরে দেখেন। এ সময় তাঁরা একে একে পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন ।