সাফল্যের স্বপ্নতরী’ বইটি প্রধানমন্ত্রীকে উৎসর্গ করলেন চাঁবিপ্রবি উপাচার্য
নিজস্ব প্রতিবেদক :
নিজের লেখা তৃতীয় বই ‘সাফল্যের স্বপ্নতরী’প্রধানমন্ত্রীকে উৎসর্গ করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার।
শনিবার ১১ ফেব্রুয়ারি বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার হলে বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল এস এম সামসুল সালেকিন, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক এবং ব্রিগেডিয়ার জেনারেল আকরামুল হক (অবঃ)।
বইটিতে দেশের স্বনামধন্য সকল পত্রিকায় প্রফেসর ড. মো. নাছিম আখতারের প্রকাশিত ৭২টি কলাম সংকলন করা হয়েছে। এবারের বইমেলায় অনিন্দ্য প্রকাশনীর ব্যানারে বাজারে আসা বইটি মেলার ১০ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে। বইটির গায়ের মূল্য ৬০০ টাকা।
উল্লেখ্য, এর আগে প্রফেরস ড. মো. নাছিম আখতারের প্রথম বই ‘স্বপ্ন ও সাফল্যের রসায়ন’ ২০২০ সালে অনিন্দ্য প্রকাশনী হতে প্রকাশিত।