স্বাস্থ‌্য সেবার উন্নয়‌নে ৪৪‌টি ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক স্থাপন করা হ‌য়ে‌ছে : মৈশাদীতে ডা. দীপু ম‌নি

অ‌ভি‌জিত রায় :

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু ম‌নি ব‌লে‌ছেন, ১৭ বছ‌র বয়সে যখন মে‌ডি‌কেল ক‌লে‌জে ভ‌র্তি হই‌ তখন খে‌কে রাজনী‌তি শুরু ক‌রি। আ‌মি প্রথম নির্বাচনী জয়ী হওয়ার ৬ দি‌নের মাধায় আমা‌কে জন‌নেত্রী শেখ হা‌সিনা মন্ত্রীত্ব দেন। তি‌নি আমার উপন বিশ্বাস ও আস্থা রেখে‌ছেন ব‌লেই‌ে প্রথম সংসদ সদস‌্য নির্বা‌চিত হওয়ার পরই পররাষ্ট্র মন্ত্রীর ম‌তো গুরুত্বপূর্ণ পদ‌টি আমা‌কে দেন। গতকাল সোমবার নৌকা প্রতী‌কের নির্বাচনী প্রচারনায় মৈশাদী ইউ‌নিয়‌নের হামানকদ্দি পল্ল‌ী মঙ্গল উচ্চ বিদ‌্যালয় মা‌ঠে পথ সভায় এসব কথা ব‌লেন।

মন্ত্রী আরও ব‌লেন, চাঁদপ‌ুর সদর আস‌নে ৫ লাখ ৯ হাজার ভোটার র‌য়ে‌ছে। তাই সক‌লের কা‌ছে এত অল্প সম‌য়ে আমার প‌ক্ষে পৌছা সম্ভব নয়। তাই আজ‌কে আপনারা যারা এস‌ছেন তারা বা‌ড়ি‌তে গি‌য়ে আমার জন‌্য নৌকার প‌ক্ষে ভোট চাই‌বেন। স্বাস্থ‌্য সেবার উন্নয়‌নে ৪৪‌টি ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক স্থাপন করা হ‌য়ে‌ছে। চাঁদপু‌রে মে‌ডি‌কেল ক‌লেজ, বিজ্ঞান প্রযু‌ক্তি বিশ্ববিদ‌্যালয়, না‌র্সি ইন‌স্টি‌টিউট, ‌সে‌রিন ইন‌স্টি‌টিউট, মৎস‌্য ইন‌স্টি‌টিউট, বি‌দেশগামী‌দের জন‌্য ট্রেনিং সেন্টার হ‌য়ে‌ছে। একটি বি‌শেষ অর্থনী‌তি অঞ্চল গ‌ড়ে উঠ‌লে এ অঞ্চ‌লের বেকার যুবকরা চাকুরী পা‌বে।

তি‌নি আরও ব‌লেন, নির্বাচনী এলাকায় নদী ভাঙ্গন ছিল আমাদের বড় ধরণের সমস্যা। সেটি নিরসন হয়েছে। এই আসনে নৌকার আগে ৩২বছর আরো এমপি ছিল। কিন্তু আপনারা ভোট দিয়েও এমপিদের কে কাছে পাননি। কিন্তু যারা ওই সময় এমপি হয়েছে নদী ভাঙ্গন রোধে বাঁধ দেয়নি। তারা রাস্তা ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা কোন কিছুরই উন্নয়ন করেনি। তারা যেহেতু উন্নয়ন করেনি, তাহলে নৌকা ছাড়া অন্য কারো কথা আমরা বলতে পারি না।

পথসভায় বীর প্রতীক ম‌মিন উল‌্যা পাটওয়ারী, সদর উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মৈশাদী ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান নুরুল ইসলাম পাটওয়ারী বক্তব‌্য রা‌খেন।

চাঁদপুর জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক তাফাজ্জল হো‌সেন এসডু পাটওয়ারী, কৃ‌ষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌ‌মিক, যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী ক‌মি‌টির সদস‌্য জাফর ইকবাল মুন্না, জেলা কৃৃষক লী‌গের আহবায়ক আ‌জিজ খান বাদল, জেলা যুব লী‌গের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমানা টটুল, মোহাম্মদ আলী ম‌া‌ঝি, সদর উপ‌জেলা যুব লী‌গের আহবায়ক হুমায়ন ক‌বির সুমন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সাহিদা বেগম, ইউ‌নিয়ন যুবলী‌গের সাধারণ সম্পাদক আজাদ খানসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছা‌সেবক লীগ নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন