হাইমচর আইডিয়াল স্কুলের অভিভাবক সমাবেশ

হাসান আল মামুন :

শিক্ষারমান উন্নয়ন,২য় মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের শুভেচ্ছা স্বারক প্রদান অনুষ্ঠান উপলক্ষে
হাইমচর উপজেলার ঐতিহ্য বাহি শিক্ষা প্রতিষ্ঠান হাইমচর আইডিয়াল স্কুলের অভিভাবক / মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৭ ই সেপ্টেম্বর সকাল ১০ টায় বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তাজুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা।
মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন,একটা প্রবাদ আছে আমাকে একটি শিক্ষিত মা দেও আমি একটা শিক্ষিত জাতি দেবো। মা’রাই সচেন হলে একটা দেশ সুন্দর করে গড়তে সহজ হয়।এই প্রাথমিক শিক্ষা হলো উন্নতির শুরু। আমরা ধরেই বিসিএস ক্যাডারের উত্তীর্ণ হইতে পারিনি।তাই আপনারা সকলই আপনাদের সন্তানের প্রতি যত্নশীল হবেন।ওরা কোথায় যায় কি করে।এই প্রতিষ্ঠানের উত্তর উত্তর সাফল্য কামনা করছি।
অভিভাবক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী মেজেস্ট্রিট (ভুমি) নিরুপম মজুমদার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মুহাম্মাদ আহসানুল হক।
এসময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ করিম,সহকারী শিক্ষক জয়দেব চন্দ্র দত্ত। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন