হাজীগঞ্জের ৫ নারী পেলেন বেগম রোকেয়া পদক
শাখাওয়াত হোসেন শামীম :
বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য চাঁদপুরের হাজীগঞ্জে পাঁচজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২২’ প্রদান করা হয়েছে।
পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য পাঁচজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২২’ প্রদান করেন।
পদক প্রাপ্তরা হলেন- ড. রওশন আরা, আমেনা বেগম, উম্মে শায়কা দিলরুবা, আমেনা আক্তার ইরা, হাছিনা আক্তার শেলী
পদক প্রাপ্তদের প্রত্যেক উপজেলার মহিলা বিষয়ক কার্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করা হয়।
নারী অধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় এ বছর বেগম রোকেয়া পদক বিজয়ী সমাজে অসামান্য অবদানের জন্য হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউনিয়নের ড. রওশন আরা বেগম, সফল নারী জননী পৌরসভাধীন আলীগঞ্জের আমেনা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে উম্মে শায়কা দিলরুবা আক্তার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী আমেনা আক্তার ইরা ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করা পৌরসভাধীন ধেররা গ্রামের হাছিনা আক্তার শেলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, সাংবাদিক খালেকুজ্জামান শামীম প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সানজিদা আক্তার।