হাজীগঞ্জে অন্তঃসত্তা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জে নয় মাসের অন্তঃসত্তা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভাধীন ৮ নং ওয়ার্ড টোরাগড় দক্ষিণ পাড়া মিজি বাড়ীর বাসিন্দা কাতার প্রবাসী আবুল কাশেমের স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ফাতেমা আক্তার (২৩) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে হাজীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকতারা গিয়ে গৃহবধূ
ফাতেমা আক্তার তার শশুর বাড়ির নিজ রুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরে দরজা ভেঙে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানা যায়, মৃত ফাতেমা আক্তার উপজেলার ৮নং হাঁটিলা ইউনিয়নের নূরুল ইসলামের মেয়ে।
এই বিষয়ে ওই গৃহবধূর শশুর সিরাজুল ইসলাম বলেন, আমরা সবাই একসাথে সকালে নাস্তা করি। তারপর সে তার শাশুড়ির সাথে রান্না করে। দুপুরে নিজের রুমে প্রবেশ করে। দুপুরে তাকে খাবার খাওয়ার জন্য ডাকাডাকি করলে, তার কোন সাড়া শব্দ না পেয়ে রুমের জানালা দিয়ে দেখতে পাই সে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পড়ে আছে।
এই বিষয়ে হাজীগঞ্জ থানা ওসি তদন্ত নজরুল ইসলাম বলেন, খরব পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। যেহেতু ওই নারী রুমের দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়েছে। তাই ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।