হাজীগঞ্জে কুকুরের কামড়ে ১০ জন আহত
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জে বেওয়ারিশ কুকুরের উপদ্রব আশংকাজনকহারে বেড়েছে। গত বুধবার ২১ ফেব্রুয়ারি দুপুরে কুকুরের কামড়ে অন্তত ৯ থেকে ১০ জন আহত হয়েছেন। এরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
উপজেলা ও পৌরসভা এলাকার পাড়া-মহল্লায় এখন কুকুর আতঙ্ক বিরাজ করছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে,হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ী,রায়চোঁ,টোরাগড়,মোহাম্মদপুর,কচুয়া ও চট্টগ্রামের ফটিকছড়ি গ্রামের লোকজন কুকুরের কামড়ের শিকার হন।
কুকুরের কামড়ে আহতরা হলেন,পারভেজ (২০), টিটন(২২),জানে আলম (১২), নাহিদ (৪৫), জাহাঙ্গীর (৩৫), সাব্বির(১১), মো. জামালউদ্দিন (৪২), মো. মজিবুর রহমান (৩৩) ও অমর সূত্রধর (২৬)।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নাঈম জানান,বুধবার কুকুরে কামড়ানো রোগী হাসপাতালে আসতে শুরু করে। ঘটনার দিন দুপুর ১টা পর্যন্ত ৯ থেকে ১০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।