হাজীগঞ্জে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জে প্রথম শ্রেণি ও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া দুই শিশুকে ধর্ষণের অভিযোগে খলিলুর রহমান (৪৯) নামের একজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় রবিবার ( ৯ অক্টোবর) রাতে থানায় দুইটি পৃথক মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। যার মামলা নং ৯ ও ১০।
ভূক্তভোগি পরিবারের সদস্যরা জানান, ধর্ষণের শিকার দুই শিশু কালচোঁ দক্ষিণ ইউনিয়নের কালচোঁ গ্রামের সেকান্দার আলী বাড়ীর স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয় বন্ধ থাকায় শিশুরা বাড়ীতেই ছিল। এ সুযোগে বাড়ীর মো.খলিলুর রহমান পহেলা অক্টোবর তৃতীয় শ্রেণিতে পড়ুয়া আট বছর বয়সি শিশুকে স্থানীয় কবর স্থানে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে।
এরপর ৭ অক্টোবর একই বাড়ির প্রথম শ্রেণিতে পড়ুয়া সাত বছর বয়সি শিশুকে বাড়ীর পাশের বাগানের ঝোঁপে নিয়ে মুখ চেপে ধরে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে।
ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানো হয়। পরে চেয়ারম্যানের পরামর্শে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামীকে আটক করে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, হাজীগঞ্জ থানায় দুই নির্যাতিত শিশুর মা মামলা দায়ের করেছে। শিশুদের মেডিকেল রিপোর্টের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।