হাজীগঞ্জে মাসব্যাপী তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলা উদ্বোধন
শাখাওয়াত হোসেন শামীম :
হাজীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার সময় পৌরসভাধীন বলাখাল জেএন উচ্চ বিদ্যালয়ের মাঠে এ তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম।
হ্যালো সেবা (সামাজিক মূলক সংগঠন) এর উদ্যোগে এ মাসব্যাপী মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হ্যালো সেবা ও মেলা উদযাপন কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক খাঁন এর সভাপতিত্বে ও হ্যালো সেবা ও মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহাজামাল সর্দার দিপু সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জোবাইর সৈয়দ, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম, ১ ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাইনুউদ্দিন মিয়াজী, কাউন্সিলর মোঃ আলাউদ্দিন মুন্সী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহিন আলম মুন্সী, মেহেদি হাসান লিটন, মনির হোসেন, আরিফুল ইসলাম মুন্সী, মোঃ শাহপরান পণ্ডিত, খোরশেদ বেপারি, শাহাদাত মিয়াজী, সোহেল রানা, কাউছার মুন্সী প্রমূখ।