হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ
শাখাওয়াত হোসেন শামীম :
হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ।
মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মাসুরা বেগমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
জানা যায়, উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় চলতি মাসের প্রথম দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য স্থানীয় সরকার বিভাগের বরাবর আবেদন করেন। এর প্রেক্ষিতে পদটি শূন্য ঘোষণা করা হয়। নতুন চেয়ারম্যানের কার্যভার গ্রহণ না করা পর্যন্ত অস্থায়ী (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হিসেবে গোলাম ফারুক মুরাদ দায়িত্ব পালন করবেন জানিয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব ডক্টর মাসুরা বেগমের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
এ প্রসঙ্গে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ বলেন, আল্লাহর অশেষ মেহেরবানীতে আমার উপর অর্পিত দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারি এজন্য সবার সার্বিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।