হাজীগঞ্জ ডিগ্রি কলেজে স্নাতক শিক্ষা বর্ষের নবীন বরণ
ভালো ফলাফল করার পাশাপাশি ভালো মানুষ হতে হবে : অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ
শাখাওয়াত হোসেন শামীম :
ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজে স্নাতক (পাস) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। গতকাল (৫ নভেম্বর) রবিবার সকাল ১০টায় কলেজের হল রুমে অনুষ্ঠানে সভাপতিত্বে করেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ বলেন,তোমাদের ভালো ফলাফল করার পাশাপাশি ভালো মানুষ হতে হবে এবং দেশ গঠনে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে, আমি আশা করি আগামী দিন তোমাদের হাত ধরে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।
অনুষ্ঠানের নবী শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করা হয়। এছাড়াও আরো বক্তব্য রাখেন,কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য এবং সাবেক সহকারী অধ্যাপক স্বপন কুমার পাল, অভিভাবক প্রতিনিধি
মোঃ শামসুজ্জামান মুন্সী, উপাধ্যক্ষ মোঃ আনোয়ার উল্লাহ, শিক্ষক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক নাজমা আক্তার, সহকারী অধ্যাপক তৌহিদা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের স্নাতক সকল বর্ষের শিক্ষার্থী ও অত্র কলেজের সকল শিক্ষক, শিক্ষিকাবৃন্দ।