হাজীগঞ্জ পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ, দুই ঘন্টা পর মৃতদেহ উদ্ধার
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে গেলো সেলিনা বেগম(২৫) নামের এক গৃহবধূ। পরে দুই ঘন্টা পর তার মৃত দেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের গোগরা গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত সেলিনা বেগম ওই বাড়ির কাতার প্রবাসী মামুন হাওলাদারের স্ত্রী।
তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয়সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় ওই গৃহবধূ বাড়ির পুকুরে গোসল করতে নামে।
গোসল করতে গিয়ে অনেক সময় অতিবাহিত হলেও তার কোন সাড়াশব্দ না পেয়ে পুকুরে চারপাশে খুঁজতে থাকে বাড়ীর লোকজন। পরে উপায়ান্তর না দেখে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান ফায়ার সার্ভিসের একটি ইউনিট। দু’ই ঘন্টার চেষ্টার পর পানির নিছে তলিয়ে যাওয়া গৃহবধূ সেলিনা বেগম’কে মৃত অবস্থায় উদ্ধার করে। গৃহবধূর এমন মর্মান্তিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুর রব জানান, গৃহবধূ সেলিনা বেগম মৃগী রোগী ছিলেন। গোসল করতে গিয়ে সে ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করি।
হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে।