হাজীগঞ্জ পৌরসভায় ১১৫ কোটি টাকার বাজেট ঘোষণা

শাখাওয়াত হোসেন শামীম :

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার(৫জুলাই) বিকেলে সাংবাদিক ও সুধি সমাবেশের উপস্থিতিতে সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন।

এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ২৮ কোটি ৭১ লক্ষ ২১ হাজার ২শ’ ৫০ টাকা। মোট ব্যয় ২৭ কোটি ৬১ লক্ষ ৬৫ হাজার টাকা। মোট উদ্বৃত্ত থাকবে ১ কোটি ৯ লাখ ৫৬ হাজার ২শ’ ৫০ টাকা।

বাজেটে নিজস্ব খাতে সর্বমোট আয় ধরা হয়েছে ৮৬ কোটি ৩২ লাখ ৮০ হাজার ২শ’ ৫০ টাকা । মোট ব্যয় ৮২ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকা। উদ্বৃত্ত থাকবে ৩ কোটি ৬৫ লাখ ৫ হাজার ২শ’ ৫০ টাকা।

উন্নয়ন খাতে সর্বমোট আয় ১১৫ কোটি ৪ লাখ ১ হাজার ৫শ’ টাকা। উন্নয়ন খাতে সর্বমোট ব্যয় ১১০ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা। উদ্বৃত্ত থাকবে ৪ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৫শ’ টাকা।পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন উপস্থাপনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ জাহিদুল আজহার (আলম বেপারী),হিসাব রক্ষক মো. সফিকুর রহমান,করনির্ধারক আবু ইউছুফ, টিএলসিসি সদস্য বিশিষ্ট সাংবাদিক ইকবালুজ্জামান ফারুক,ডাঃ পেয়ারা বিল্লাল প্রমূখ।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন মাওলানা ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে পৌরসভার সকল কাউন্সিলর, সংবাদকর্মী ও সুধীজনসহ পৌরবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন