হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদে গাজী মাঈনুদ্দিনের ঈগল প্রতীকের পথসভা
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনের স্বতন্ত্র ‘ঈগল’ প্রতীকের প্রার্থী, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিনের পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় পৌরসভাধীন ৪,৫ ও ৬ নং ওয়ার্ড মকিমাবাদের হাজীগঞ্জ পশ্চিম বাজরের বালুর মাঠে পথসভা অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও পৌর ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রায়হানুর রহমান জনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনের স্বতন্ত্র ‘ঈগল’ প্রতীকের প্রার্থী, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মোঃ ছিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বাবু দিলীপ কুমার সাহা, সাবেক কমিশনার প্রবীর কুমার সাহা,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন,২ নং বাকিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী,৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ মাসুদ মজুমদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি,জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য জান্নাতুন ফেরদৌস,
পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক মোঃ জসিম উদ্দিন চৌধুরী জনি,৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গাজী আবুল কাশেম,সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতালেব মজুমদারসহ ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এসময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পথসভাস্থল।
এর আগে এদিন বিকেল থেকে পথসভাস্থল মকিমাবাদের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে পথসভায় যোগ দেন, এতে লোকে লোকারণ্যে পরিনত হয় পথসভাটি।