১ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, চাঁদপুরে সাড়ে তিন লাখ শিশুকে খাওয়ানোর লক্ষ্যমাত্রা
চাঁদপুর প্রতিদিন রিপোর্ট :
১ জুন শনিবার চাঁদপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন হবে। এ ক্যাম্পেইনের আওতায় জেলায় ৬-১১ মাস বয়সি শিশু ৩৯ হাজার ২০৪ এবং ১২-৫৯ বয়সী শিশু ৩ লাখ ১৩ হাজার ৯৮৫ জন শিশুকে ভিটামিন এই খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে অরিয়েন্টেশন কর্মশালায় এই তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহাদাত হোসেন।