অতিবৃষ্টিতে চাঁদপুর জেলায় ৭০২ হেক্টর জমির ফসল আক্রান্ত

ইব্রাহীম রনি :
চাঁদপুর জেলায় মঙ্গলবার থেকে ৯ জুলাই বুধবার পর্যন্ত টানা  অতিবৃষ্টিতে ৭০২ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এরমধ্যে আউশ আবাদ ৫৪০ হেক্টর, রোপা আমন বীজতলা ২৬ হেক্টর, শাকসবজি ১০৪ হেক্টর, পান এক হেক্টর এবং আখ ৩১ হেক্টর জমির ফসল অতিবৃষ্টিতে আক্রান্ত হয়েছে। বৃষ্টি চলমান থাকায় আক্রান্তের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

শাহরাস্তি উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, অতিবৃষ্টির কারণে আমার উপজেলায় ১.৫ হেক্টর আমনের বীজতলা এবং ২২০ হেক্টর আউশের জমিতে পানি জমেছে। বৃষ্টি আর না হলে এবং দু’ একদিনের মধ্যে পানি সরে গেলে ক্ষতি হওয়ার আশংকা নেই।
চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের জানান, বৃষ্টিতে যে পানি জমিতে জমেছে তা দুই বা তিনদিনের মধ্যে নেমে গেলে ফসলাদির ক্ষতির সম্ভাবনা কম। বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। পরবর্তীতে তা জানা যাবে।
বুধবার (৯ জুলাই) সকালে জেলা আবহাওয়া অফিসের দেয়া তথ্যমতে গত ৪৮ ঘণ্টায় বুধবার সকাল ৬ টা পর্যন্ত ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৯ টা পর্যন্ত তা বেড়ে ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

শেয়ার করুন