আজ চাঁদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক

নিজস্ব প্রতিবেদক :
আজ শনিবার (১৮ জানুয়ারি) চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান। এদিন বিকেল ৫ টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের ৩য় তলায় মিলনায়তনে বর্ণিল আয়োজনে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড: সলিমুল্লাহ সেলিম, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্য নির্বাহী কমিটির সভাপতি রহিম বাদশা। এছাড়া অনুষ্ঠানসূচিতে আরো থাকছে কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা, বিশেষ সম্মাননা, আলোচনা অনুষ্ঠান। চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির অভিষেক উপলক্ষে এক বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্য, টেলিভিশন সাংবাদিক ফোরামের ও জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনসহ আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ।
শেয়ার করুন