চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার আজ কার্যভার গ্রহন করবেন

নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার (১৮ নভেম্বর ২৫) চাঁদপুরের নয়া জেলা প্রশাসক হিসাবে কার্যভার গ্রহন করবেন মো: নাজমুল ইসলাম সরকার। গেলো রোববার (৯ নভেম্বর ) রাতে রাষ্ট্রপতি আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়-এর প্রজ্ঞাপনের মাধ্যমে চাঁদপুর জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি । জনাব নাজমুল ইসলাম সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের স্থলে এলেন।
চাঁদপুরের জেলা প্রশাসক হিসাবে নাজমুল ইসলাম সরকার ২৩তম।


তিনি ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন । চাঁদপুরেরে জেলা প্রশাসক পদায়নের আগে তিনি
প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ।
এছাড়া তিনি ছিলেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন-এর সচিবের একান্ত সচিব।
অন্যান্য দায়িত্ব হিসেবে কিশোরগঞ্জ সদর উপজেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গোদাগাড়ী উপজেলা (রাজশাহী) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। জনাব নাজমুল ইসলাম সরকার গাজীপুর জেলার বাসিন্দা। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। জানা গেছে, এ কর্মকর্তা ২৯তম বিসিএসএ মেধাতালিকায় ৪৫তম হয়েছিলেন।
চাঁদপুর জেলা প্রশাসন সূত্র জানায়, সোমবার রাতে তিনি চাঁদপুরে এসে পৌঁছেছেন। আজ মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের পরিচালক (উপসচিব) এবং বর্তমান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গোলাম জাকারিয়ার হাত থেকে তাঁর কার্যভার নেবেন।

শেয়ার করুন