চাঁদপুরের ৫ আসনে প্রতিদ্বন্দ্বীতায় ২৯ প্রার্থী, প্রচারণা শুরু

ইব্রাহীম রনি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরে ৬ জন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এর ফলে চাঁদপুর জেলার ৫টি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রইলেন ২৯ জন। এর মধ্যে চাঁদপুর-১ প্রতিদ্বন্দ্বীতা করছেন তিন জন, চাঁদপুর-২ আসনে পাঁচজন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে সাত জন, চাঁদপুর-৪ আসনে আটজন, চাঁদপুর-৫ আসনে ছয় জন। এদিকে আজ সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ দেওয়া হবে প্রার্থীদের। প্রতীক পাওয়ার পরই ভোটের মাঠে প্রকাশ্যে উৎসবমুখর নির্বাচনী প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থী ও তাদের কর্মীবাহীনি।
রবিবার (১৭ ডিসেম্বর) রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুল হাসান জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন চাঁদপুর-১ (কচুয়া) আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয়পার্টির একেএসএম শহিদুল ইসলাম, জাকেরপার্টির মো. মাসউদুল হাসান, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে জাকেরপার্টির ওবায়েদ মোল্লা, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জাকেরপার্টির নুরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম, চাঁদপুর-৫ আসনে জাকেরপার্টির প্রার্থী মো. মকবুল আহমেদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন আওয়ামী লীগের প্রার্থী সেলিম মাহমুদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. সেলিম প্রধান, জাসদের সাইফুল ইসলাম।
চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী এম. ইসফাক আহসান (সিআইপি), বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. মনির হোসেন, জাতীয়পার্টির মো. এমরান হোসেন মিয়া, জাসদের মো. হাছান আলী সিকদারের।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, স্বতন্ত্র প্রার্থী চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি ড. মোহাম্মদ সামছুল হক ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব রেদওয়ান খান বোরহান, জাতীয়পার্টির এড. মো. মহসীন খান, জাকেরপার্টির মো. কাওছার মোল্লা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবু জাফর মো. মাইনুদ্দিন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. মিজানুর রহমান।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন আওয়ামী লীগের প্রার্থী জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. সামছুল হক ভূঁইয়া, সিআইপি জালাল আহমেদ, বাংলাদেশ তরিকত ফেডারেশনের বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আব্দুল গনি, তৃণমূল বিএনপির মো. আব্দুল কাদির তালুকদার।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন আওয়ামী লীগের প্রার্থী মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন, মোহাম্মদ সফিকুল আলম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী।
উল্লেখ্য, চাঁদপুরের ৫টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করেন ৪৩ জন প্রার্থী। এরমধ্যে ১১ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

শেয়ার করুন