চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১ হাজার কেজি মা ইলিশ জব্দ

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব উত্তরে আমিরাবাদ এলাকায় কোস্টগার্ডের অভিযানে ১ হাজার কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। রবিবার (২৩ অক্টোবর ২০২২) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এ তথ্য জানান।
তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের অংশ হিসেবে রবিবার ২৩ অক্টোবর মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বি এম তানজীমুল ইসলামের নেতৃত্বে চাঁদপুর আমিরাবাদ ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ৩টি যাত্রীবাহি ট্রলার (স্টিলবডি) তল্লাশি করে আনুমানিক এক হাজার কেজি ইলিশ জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জামিল হোসেন।
পরবর্তীতে সহকারী মৎস্য কর্মকর্তা এবং স্টেশন কমান্ডার চাঁদপুর এর উপস্থিতিতে জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

শেয়ার করুন