চাঁদপুর সদর ও পৌর আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক হলেন যারা

সদরে সভাপতি নাজিম দেওয়ান, সম্পাদক এরশ্বাদ মিয়াজী, পৌরসভায় রাধা গোবিন্দ-আমিনুর রহমান বাবুল
নিজস্ব প্রতিবেদক :
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান। আর দীর্ঘ বছর ধরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা আলী এরশ্বাদ মিয়াজী হয়েছেন সাধারণ সম্পাদক। অপরদিকে চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ সভাপতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল সাধারণ সম্পাদক হয়েছেন।
৫ ডিসেম্বর সোমবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে সম্মেলনের প্রথম অধিবেশন সমাপ্ত হয়।সন্ধ্যার পর সার্কিট হাউজে চার পদে ডজনখানেক প্রার্থীকে নিয়ে বসেন নেতারা। পরে ৭টার পর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা সহ সভাপতি আব্দুর রব ভূঁইয়া।
উল্লেখ্য, ২০০৩ সালে সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। ওই সম্মেলনে নূরুল ইসলাম নাজিম দেওয়ান সভাপতি ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক হন। পরের বছর জেলা আওয়ামী লীগের সম্মেলনে জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক প্রার্থী হলে তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে প্রায় দেড় যুগ ধরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন আলী আর্শ্বাদ মিয়াজি।
এদিকে ২০০৫ সালে সর্বশেষ চাঁদপুর পৌর আওয়ামী লীগের সম্মেলন হয়। সে সম্মেলনে নাছির উদ্দিন আহমেদ সভাপতি এবং লুৎফর রহমান পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৩ সালের অক্টোবরে লুৎফর রহমান পাটওয়ারী ইন্তেকাল করেন। তাই সাধারণ সম্পাদক পদটি শূন্য হলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন আমিনুর রহমান বাবুল। এরপর ২০১৬ সালের ২৭ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলনে নাছির উদ্দিন আহমেদ সভাপতি নির্বাচিত হন। তিনি জেলা সভাপতি হওয়ার পর পৌর আওয়ামী লীগের সভাপতি পদ ছেড়ে দেন। এরপর থেকে গত ছয় বছর ধরে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করনে রাধা গোবিন্দ গোপ।

শেয়ার করুন