তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে : জেলা প্রশাসক কামরুল হাসান

চাঁদপুরে ডি‌জিটাল উদ্ভাবনী মেলার উ‌দ্বোধন

অ‌ভি‌জিত রায় :
চাঁদপুর সদর উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে ‌ডি‌জিটাল উদ্ভাবনী মেলার উ‌দ্বোধন হ‌য়ে‌ছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় মেলার প্যাভি‌লিয়ন প‌রিদর্শনের মধ‌্যদি‌য়ে সদর উপ‌জেলা মিলনায়ত‌নে মেলার উ‌দ্বোধন ক‌রেন জেলা প্রশাসক কামরুল হাসান। উ‌দ্বোধনী আ‌লোচনা সভায় তি‌নি ব‌লেন, ২০০৮ সা‌লে ইউ‌নিয়ন তথ্য সেবা চালু করা হয়। বর্তমা‌নে সরকা‌রি ও বেসরকারী প্রত্যেক দপ্ত‌রে ডি‌জিটাল সেবা র‌য়ে‌ছে। সক‌লে এখন খুব সহ‌জেই ডি‌জিটাল সেবার মাধ্যমে কাজ কর‌ছে। আমরা শিল্প বিপ্ল‌বের কথা সবাই‌ জা‌নি। বাস্পীয় ই‌ঞ্জিন আ‌বিষ্কা‌রে মাধ্যমে শিল্প বিল্পব ঘ‌টে, তারপর বিদ্যুতের আ‌বিষ্কারে জীবনমা‌নে আমূল প‌রিবর্তন আ‌সে। এরপর ডি‌জিটাল প্রযু‌ক্তির উদ্ভাবন।
ইন্টার‌নেট প্রযু‌ক্তি অ‌নেক আগেই আমা‌দের দে‌শে আসত। কিন্তু এক‌টি দল সেসময় ক্ষমতায় ছিল তখন বলা হ‌য়ে‌ছিল দে‌শের তথ্য বি‌শ্বে পাচার হ‌য়ে যা‌বে। কিন্তু দে‌খেন এখন আমরা ইন্টার‌নেট সেবা ছাড়া চল‌তে পা‌রিনা।
‌তি‌নি আরও ব‌লেন, ২৫ সাল নাগাদ ৯০ শতাংশ মানুষ ফোন ব্যবহার করবে। ৩০ শতাংশ কাজ রোব‌টিক হ‌বে। তা‌তে ক‌রে ক‌য়েক কো‌টি মানুষ কাজ হারা‌বে। বর্তমান সম‌য়ে স্মার্ট এগি‌রিকালচার, প্রযু‌ক্তি কৃ‌ষিকা‌জে অ‌নেক প‌রিবর্তন এন‌ছে। এতে ক‌রে ফসল দ্রুত সম‌য়ে কাজ হ‌চ্ছে কিন্তু তাতে অ‌নেক কৃ‌ষি শ্রমিক তারদর কাজ হারা‌চ্ছে। আমা‌দের দেশ থে‌কে যারা বি‌দে‌শে যা‌চ্ছে তা‌রা দক্ষতা অর্জন ক‌রে বি‌দেশ যা‌চ্ছে না। এ‌তে ক‌রে তারা ন্মিমা‌নের কাজ কর‌ছে। কিন্তু ভার‌তের দি‌কে তাকান তাদের নাগ‌রিকরা অ‌নেক অ‌নেক বড় বড় কোম্পা‌নির সিও হি‌সে‌বে কাজ কর‌ছেন।

জেলা প্রশাসক অ‌বিভাব‌কদের উ‌দ্দে‌শ্যে ব‌লেন, আপনার সন্তান‌কে ডিগ্রী অর্জন করার প্রয়োজন নেই। তা‌দের হা‌তে কাজ শিখান তা‌তে কা‌জে লগে‌বে। মাস্টার্স পাশ ক‌রে কি লাভ হ‌বে য‌দি সে ভাল কাজ না পায়। কা‌রিগ‌রি শিক্ষার কোন বিকল্প নাই। জেনা‌রেল শিক্ষায় ২৫ লক্ষ মানুষ কর্মউপ‌যোগী হ‌চ্ছে। প্রতি বছর সরকারি চাক‌রির কোঠা ৫০ হাজার। ১৭ লক্ষ সরকা‌রি চারী‌জিবী দে‌শে কাজ কর‌ছে।
তথ‌্য প্রয‌ুক্তির স‌ঠিক ব‌্যবহারের মাধ‌্যমে বাংলা‌দেশ‌কে সাম‌নে এ‌গি‌য়ে নি‌তে হ‌বে। সক‌লে মি‌লে কাজ কর‌লে ত‌বেই দেশ আগা‌বে।

সদর উপ‌জেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ হেদা‌য়েত উল‌্যাহ্ এর সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন, সদর উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান নুরুল ইসলাম না‌জিম দেওয়া, ভাইস চেয়ারম‌্যান আইয়ুব আলী বেপারী, ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান আ‌বিদা সুলতানা।

আ‌লোচনা সভায় স্বাগত বক্তব‌্য রা‌খেন সদর উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা আয়শা আক্তার। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন সদর হাসপাতা‌লের সহকারী প‌রিচালক ডাক্তার সা‌জেদা প‌লিন। আ‌লোচনা সভা প‌রিচালনা ক‌রেন সদর উপ‌জেলা গোপনীয় সহকারী কর্মকর্তা মোঃ মামুনুর র‌শিদ।

বক্তারা এসময় ব‌লেন, আজ‌কের মেলার ৪‌টি ক‌্যাটা‌রি‌তে মেলার প‌্যা‌ভে‌লিনয় সাজা‌নো হ‌য়ে‌ছে। পরবর্তী লক্ষ‌্যমাত্রা আগামী ৪১ সা‌লে স্পার্ট। বর্তমান সরকার ক্ষতায় আসার পূ‌র্বে নির্বাচনী ইশ‌তেহা‌রে ডি‌জিটাল বাংলা‌দে‌শের রুপ‌রেখা প্রকাশ ক‌রেন। প্রশানমন্ত্রী শেখ হা‌সিনা ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়‌নে অক্লান্ত প‌রিশ্রম ক‌রে যা‌চ্ছেন।

আ‌লোচনা সভার পূ‌র্বে জেলা প্রশাসকসহ অন‌্যান‌্য অ‌তি‌থিরা উদ্ভাবনী মেলার প‌্যাভি‌লিয়ন ঘু‌রে দে‌খেন। উদ্ভাবনী মেলায় সংগীত প‌রি‌বেশন ক‌রেন জেলা শিল্পকলা একা‌ডে‌মির প্রশিক্ষক কন্ঠ‌শিল্পী মৃনাল সরকার।

শেয়ার করুন