বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার

চাঁদপুর জেলা বিএনপি সভাপতি ও চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বাবার কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

গতকাল বুধবার (৫ নভেম্বর) বাদ জোহর তিনি চাঁদপুর পৌর কবরস্থানে গিয়ে তার পিতা মরহুম মমতাজ উদ্দিন শেখের কবর জিয়ারত করেন। এ সময় তিনি বাবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। দোয়া পরিচালনা করেন চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, ডি. এম. শাহাজাহান, সাংগঠনিক সম্পাদক আলহাজ মোশাররফ হোসাইন,  পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝি, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপি কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। ঘোষিত তালিকায় চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে প্রার্থী হিসেবে শেখ ফরিদ আহমেদ মানিকের নাম ঘোষণা করা হয়।

শেয়ার করুন