শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে এসপি’র বিভিন্ন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জনাব মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর।
সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল হাই, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন সাইদী ও শারমিন রহমান। এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ’সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় দুর্গাপূজা চলাকালীন সময়ে পূজামণ্ডপের নিরাপত্তা, মাদক ও ইভটিজিং প্রতিরোধ, সিসি ক্যামেরা ব্যবহার, টহল জোরদারকরণসহ আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার পূজার সময় যাতে জেলার সর্বত্র শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এবং জনগণ নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।