সাম্য হত্যার প্রতিবাদে চাঁদপুর জেলা ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

কামরুল ইসলাম পাট‌ওয়ারী :
গতকাল সোমবার চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মানছেন গাজী ও সাধারণ সম্পাদক ইসলাম হোসেন পাটোয়ারী। উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের  নেতৃবৃন্দ।
এ সময় জেলা ছাত্র দলের সভাপতি ও সেক্রেটারি বলেন সাম্য হত্যার বিচার প্রক্রিয়া বিলম্ব হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে,, সাম্য ছিল জুলাই গণঅভ্যুত্থানের  সম্মুখ শারীর একজন যোদ্ধা তার এই হত্যাকাণ্ড কোনভাবেই  মেনে নেওয়া যায় না। অনিতিবিলম্বে হত্যাকারী কে সনাক্ত করে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। হত্যাকাণ্ডের বিচার নিয়ে গরিমসি হলে ছাত্রদল বসে থাকবে না।
শেয়ার করুন