স্মার্ট কর্ণারের মাধ্যমে গোটা দেশের জনগণকে দক্ষ করে গড়ে তোলা হবে : সুজিত রায় নন্দী

অ‌ভি‌জিত রায় :
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রম আরও গতিশীল এবং সময়োপযোগী কর্মকৌশল বাস্তবায়ন করতে প্রতিটি সাংগঠনিক জেলা শাখার কার্যালয়ে একটি (ডিজিটাল সেন্টার) স্মার্ট কর্ণার স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন।

২৫ আগস্ট চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপিত (ডিজিটাল সেন্টার) স্মার্ট কর্ণার উদ্বোধন উপলক্ষে মত বিনিয়ন সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় আগামী নির্বাচনে এটিই গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। স্মার্ট কর্নারের মাধ্যমে গোটা দেশের জনগণকে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে স্মার্ট ইকোনমি স্মার্ট ইন্ডাস্ট্রি করা হবে। সব ক্ষেত্রেই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে হবে। সেই কারণেই স্মার্ট কর্নার তৈরি করা হয়েছে। এখানে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে। সোনার বাংলাদেশ নির্মাণের জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে।

মতবিনিময় সভায় চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী’র পরিচালনায় উপস্থিত ছিলেন, সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুইঁয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভুষণ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজি, সদস্য বদিউজ্জামান কিরন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ হাওলাদার, সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার ছিডু সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন