হাজীগঞ্জে তারেক রহমানের পক্ষে ৭টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিলেন ইঞ্জি. মমিনুল হক


শাখাওয়াত হোসেন শামীম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে চব্বিশের গণঅভ্যুত্থান ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময় বিএনপির আন্দোলনে গিয়ে শহিদ ও আহত ৭টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। 
সোমবার ( ৪ আগস্ট ) সন্ধ্যায় উপজেলার সোনাইমুড়ি এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপনের সঞ্চালনায়  আনুষ্ঠানিকভাবে শহীদ ও আহত ৭  পরিবারগুলোর মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন দলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য,চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের প্রধান সমন্বয়ক ইঞ্জি.মমিনুল হক।
এসময় তিনি আহত ও নিহত পরিবাদের খোঁজখবর নেন পরে নিহত ৫ পরিবারকে ২০ হাজার টাকা আহত ২জনকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রধান করেন। 
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদার।
হাজীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন স্বপন,পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক টিটু,কিরন তালুকদার,সাবেক সহ-সাধারন সম্পাদক এমরান হোসেন,পৌর যুবদলের সাবেক সদস্য সচিব বিল্লাল হোসেন পাটোওয়ারীসহ উপজেলা,পৌর ও বিভিন্ন ইউনিয়ন  বিএনপি,যুবদল,ছাত্রদলের নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন