হাজীগঞ্জে সওজে’র গাড়ির চালক সরকারি ইট দিয়ে নির্মান করছে বাড়ির দেয়াল!


শাখাওয়াত হোসেন শামীম :


চাঁদপুরের সড়ক ও জনপদ হাজীগঞ্জ উপ বিভাগের গাড়ি চালক মানিকের বিরুদ্ধে সরকারি ইট দিয়ে বাড়ির দেয়াল নির্মানের অভিযোগ ওঠেছে।
রবিবার (২৪ আগষ্ট) দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা চৌধুরী বাড়ি সংলগ্ন এলাকায় সড়ক ও জনপদ বিভাগের গাড়ি চালক মানিকের বাড়ির সামনে সরকারি প্রকল্পের ইট নামাতে দেখে প্রত্যক্ষদর্শীরা।
জানা যায়,দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন প্রকল্পের ইট দিয়ে বাড়ির দেয়াল নির্মান কাজ চালিয়ে যাচ্ছিলো সড়ক ও জনপদ বিভাগের গাড়ির চালক মানিক।
রবিবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, মানিক সড়ক ও জনপদের একটি গাড়ি দিয়ে ইটগুলো তার বসতবাড়ির সামনে আনলোড করছে।
এ সময় সরকারি প্রকল্পের ইটের কথা স্বীকার করে মানিক বলেন,আমার ভুল হয়ছে, আমাকে ক্ষমা করে দিন।
এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের
হাজীগঞ্জ উপ বিভাগের সহকারী প্রকৌশলী আবু হানিফ বলেন,সে আমাকে বলেছে তার বাড়ির কাজে কিছু ইট লাগবে তাই আমি বলেছি দোয়াভাঙ্গার একটা কাজ শেষে যদি থাকে তাহলে নিতে। কিন্তু তা সংখ্যায় অল্প। নিয়েছে কিনা তা জানিনা। সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে কিনা জানতে চাইলে বলেন,সরকারি গাড়ি ব্যাক্তিগত কাজে ব্যাবহার করা যাবেনা।
আপনার বক্তব্য আর গাড়ি চালক মানিকের বক্তব্য এক নয় এ কথার জবাবে তিনি কোন জবাব দেননি।
এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মুহা আলিউল হোসেন বলেন, হাজীগঞ্জের দায়িত্ব যিনি আছেন তার সাথে কথা বলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থাণীয়রা জানান,
গাড়ি চালক মানিক সড়ক ও জনপদ বিভাগে চাকুরী সুবাধে দীর্ঘদিন ধরে এই কাজগুলো করে আসছে।

শেয়ার করুন