আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুর জেলা আ.লীগের ব্যাপক কর্মসূচি

দেবাশীষ মজুমদার :
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ। ২৩ জুন বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন, ঐতিহ্যবাহী এবং গণমানুষের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম। গৌরবোজ্জ্বল ৭৩ বছর পূর্তি উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে : আজ সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ, বিকেল ৪টায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। এছাড়া বাদ আছর বিভিন্ন মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া শেষে তবারুক বিতরণ।
স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা মুক্তি ও উন্নয়নের গৌরবোজ্জ্বল ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সফল করার জন্য আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন তথা সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

 

শেয়ার করুন

Leave a Reply