আমরা বুলেটে নয়, ব্যালটে বিশ্বাস করি : ডা. দীপু মনি এমপি
আশিক বিন রহীম :
২ অক্টোবর শনিবার জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধ সভায় বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতীতে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াটা দীর্ঘ করতে হবে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা পাবে। আমরা বুলেটে বিশ্বাস করিনা, ব্যালটে বিশ্বাস করি। আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না, গণতন্ত্রে বিশ্বাস করি। তাই সামনের নির্বাচনে আমাদের খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। সামনে স্থানীয় সরকারের নির্বাচন। অনেকেই মনে করেন, নৌকা পেলেই আমি পাস। সেটি ভুলে গিয়ে জনগণের কাছে যেতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে। দলের প্রতি আস্থা রাখতে হবে।
তিনি আরো বলেন, আমাদের সবদিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার নেতাকর্মীদের কর্মচারি ভাবি না, আমি আমার নেতাকর্মীদের ভাই ভবি। বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসতেন। আমরা তাঁর আদর্শের রাজনীতি করি। তাই আমাদেরও মানুষকে ভালোবাসতে হবে। মানুষের কাছে যেতে হবে। ক্ষোভ প্রকাশেরও একটা সাংগঠনিক সৌন্দর্য আছে। আজকে বক্তব্য দেয়ার সময় অনেকেই ক্ষোভ প্রকাশের ক্ষেত্রে সাংগঠনিক নিয়ম মানেননি। সেটি ঠিক হয়নি। কারণ বহুদিন পর আমাদের একটি মিলনমেলা হয়েছে।