ইউপি নির্বাচন : হাজীগঞ্জে ৩ চেয়ারম্যানসহ ৫১ জনের মনোনয়ন সংগ্রহ
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী গতকাল রোববার ১৪ নভেম্বর চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৩৯ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জনসহ মোট ৫১ জনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চেয়ারম্যান পদে ১ নং রাজারগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়া, ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুউদ্দিন মিয়াজীসহ ৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
সাধারণ সদস্য পদে ১ নং রাজারগাঁও ইউনিয়নে ৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন, ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩ জন, ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২ জন, ৫ নং সদর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৬ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন, ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩ জন, ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২ জন, ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ জন, ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নে ১১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জনসহ মোট ৫১ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ওবায়েদুর রহমান বলেন,১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৩ ডিসেম্বরে ভোট, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।