কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের কচুয়ার পানিতে ডুবে দুই শিশুর মত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার পূর্ব কালচোঁ গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা শিশুরা হলো : কালচোঁ গ্রামের ইয়াছিন তালুকদারের ছেলে আবু সাঈদ (দেড় বছর) ও মহিন তালুকদারের ছেলে আবরার হাসান (দেড় বছর)। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই। তাদের মত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতদের চাচা মুক্তার হোসেন ও জিয়াউল হক জানান, কুয়াশার সকালে বাড়ির উত্তর পাশে একটি পুকুরে পাশে খলতে যায়। সেখানেই সকলের অগোচরে দুই শিশু পানিতে পরে যায়। এক পর্যায় তাদের খোঁজাখুশি করে উদ্ধার করা হয়। পরবর্তীতে দ্রুত তাদের কচুয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয় গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কচুয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসক সোহেল রানা জানান, দুই শিশুকে হাসপাতালে আনার পর সব রক্ষা পরীক্ষা করিয়ে মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। পানিতে দীর্ঘসময় ডুবে থাকায় তাদের এখানে আনার পূর্বেই মারা গেছে।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পূর্ব কালচোঁ গ্রামে দুই শিশু মৃত্যুর বিষয়টি অপমৃত্যু নিশ্চিত হওয়া গেছে। কোন অভিযোগ না থাকায় স্বাভাবিক নিয়মে মরদেহ নিয়ে গেছে।

শেয়ার করুন