কচুয়ার পলিটেকনিকে ছাত্রলীগের আনন্দ মিছিলে হামলা, আহত ৫
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের কচুয়া উপজেলায় অবস্থিত পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগের আপর একটি পক্ষ। এতে আহত হয়েছেন ইনস্টিটিউটের ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাকিল হোসেনসহ ৫ জন। শনিবার বিকেল ৪টার দিকে ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করলে এ ঘটনা ঘটে।
পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র ও ক্যাম্পাস ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাকিল হোসেন বলেন, দীর্ঘ ১৮ মাস পর কলেজ ক্যাম্পাস খোলায় স্থানীয় এমপি ড. মহীউদ্দীন খান আলমগীরের পক্ষ থেকে আনন্দ মিছিল বের করি। এ সময় হঠাৎ কচুয়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান কাউন্সিলর জাহাঙ্গীরের ছেলে শেখ সজিবের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ২০ জনের একটি দল আমাদের উপর হামলা চালায়। তারা রড, জিআই পাইপ দিয়ে আমাদেরকে মারধর করে। এতে আমার মাথা ফেটে যায়। পরে সহপাঠীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর আমার মাথায় ১২টি সেলাই দেয়া হয়। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে গেছে। আমি এ ঘটনার বিচার চাই।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ওই ঘটনাটি ছাত্রলীগের দু’ গ্রুপের মধ্যে ঘটেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।