কচুয়ায় ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে নিহত ২
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে কচুয়ায় বালুবাহী ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহিউদ্দিন।
নিহতরা হলেন : সিএনজি অটোরিক্সা চালক হাজীগঞ্জ উপজেলার রান্ধুনিমুড়া এলাকার মো. সোহেল মিয়া ও যাত্রী মৈশামুড়া এলাকার বকুল (৩২)।
কচুয়া থানার এসআই রাজ্জাক মিয়া জানান, বালুর গাড়ি এবং সিএনজি অটোরিক্সাটি হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কচুয়া উপজেলার খাজুরিয়া এলাকায় বালুবাহী ট্রাকটি সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। দুমড়ে-মুচড়ে যায় অটোরিক্সাটি।
তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই দু’টি গাড়ি জব্দ করেছি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, রাত ১০টার দিকে চাঁদপুরের কচুয়া এবং কুমিল্লার বড়ুড়ার সীমান্তবর্তী এলাকায় বালুর ডাম্পারের সঙ্গে সিএনজি অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক ও একজন যাত্রীর মৃত্যু হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।