কচুয়ায় ডোবায় পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু
কচুয়া প্রতিনিধি :
কচুয়া উপজেলার এনায়েতপুর গ্রামে বৃহস্পতিবার পানির ডোবায় পড়ে মাহমুদুল হাসান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মহসিন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিশুটি অপর ভাই-বোনদের সাথে খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।