কচুয়ায় মাদকাসক্ত স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী
কচুয়া প্রতিনিধি :
কচুয়া উপজেলার পালগিরি গ্রামে মাদকাসক্ত স্বামী বিল্লাল হোসেনকে পুলিশে দিলেন তার স্ত্রী ও পরিবারের সদস্যরা। সোমবার বিকালে মাদকাসক্ত সিএনজিচালক বিল্লাল হোসেনকে এসআই মানুনুর রশিদ সরকার গ্রেফতার করে মঙ্গলবার জেলহাজাতে প্রেরন করেছে।
বিল্লাল বেপারীর স্ত্রী পিনু বেগম জানান, প্রায় ৩০ বছর যাবত তার স্বামী গাঁজা সেবন করে আসছে। মাদকাসক্ত হয়ে বাড়ি এসে পরিবারের অন্য সদস্যদের প্রায়ই মারধর করে এবং ঘরের মালামাল ভাংচুর করে। ঘটনার দিন গাঁজা কেনার টাকার জন্য আমার ও ছেলের নিকট টাকা দাবী করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আামাদেরকে মারধর করে দা নিয়ে দৌড়ে আসে। তার অমানবিক অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে পুুলিশে দেয়া হয় তাকে।