কচুয়ায় শেখ রাসেলের জন্ম দিবসে চেক ও পুরস্কার বিতরণ
কচুয়া প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কচুয়ায় প্রতিবন্ধীদের মাঝে চেক ও কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। তিনি বলেন, শিশু শেখ রাসেলকে যারা হত্যা করেছে তারা পাষন্ড। শেখ রাসেল বেচেঁ থাকলে আজ দেশ পরিচালনায় ভালো ভূমিকা রাখতেন।
উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপাইরভাইজার মো. সোহেল রানার পরিচালনায় এসময় উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, এসিল্যান্ড মাহমুদা কুলসুম মনি, উপজেলা তথ্য অফিসার মোশারফ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ১৭জন প্রতিবন্ধীদের মাঝে চেক ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।