কচুয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা সম্পন্ন, ৪ সেপ্টেম্বর সম্মেলন
কচুয়া প্রতিনিধি :
কচুয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় কচুয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বর্ধিত সভা উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ এর পরিচালনায় বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, পৌর মেয়র নাজমুল আলম স্বপন,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আব্দুল মোতালেব,শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি.এম আতিকুর রহমান,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া,জেলা পরিষদের সাবেক সদস্য রওনক আরা রত্না,পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভুঁইয়া,সাধারন সম্পাদক ইকবাল আজীজ শাহিনসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ। সভায় দলীয় নেতাকর্মী ও প্রার্থীদের জোড়ালো বক্তব্যের প্রেক্ষিতে উপস্থিত নেতৃবৃন্দ আগামী ৪ সেপ্টেম্বর রবিবার কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গ্রহনের দিন প্রস্তাব করেন।