কচুয়া ফরিদগঞ্জ হাইমচরের ২৭ ইউপি নির্বাচন ৫ জানুয়ারি
৭ ডিসেম্বর মনোনয়নপত্র জমা, বাছাই ৯ ডিসেম্বর, প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক :
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, চাঁদপুরের কচুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন, ফরিদগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন এবং হাইমচরের ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ইউনিয়নগুলো হলো : ফরিদগঞ্জের বালিথুবা (পশ্চিম), বালিথুবা (পূর্ব), সুবিদপুর (পূর্ব), সুবিদপুর (পশ্চিম), গুপ্টি (পূর্ব), গুপ্টি (পশ্চিম), পাইকপাড়া (উত্তর), গোবিন্দপুর (উত্তর), গোবিন্দপুর (দক্ষিণ), রূপসা (উত্তর), রূপসা (দক্ষিণ), চরদুঃখিয়া (পূর্ব), চরদুঃখিয়া (পশ্চিম), হাইমচরের নীলকমল, আলগী দুর্গাপুর (উত্তর), কচুয়ার সাচার, পাথৈর, বিতারা, পালাখাল মডেল, সহদেবপুর (পশ্চিম), কচুয়া (উত্তর), কচুয়া (দক্ষিণ), কাদলা, কড়ইয়া, গোহাট (উত্তর), গোহাট (দক্ষিণ), আশ্রাফপুর।
শনিবার (২৭ নভেম্বর) সকালে কমিশনের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৯০তম মুলতবি কমিশন সভা নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভা শেষে পঞ্চম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর জানান, তফসিল অনুযায়ী সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যপদে ৭ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৯ ডিসেম্বর। আপিল ১০ থেকে ১২ ডিসেম্বর, নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর আর নির্বাচন হবে আগামী ৫ জানুয়ারি বুধবার।
নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি ডিজি এ কে এম হুমায়ুন কবীর, যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এরমধ্যে প্রায় চার হাজার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকিগুলোতে মামলা জটিলতার কারণে নির্বাচন আটকে রয়েছে।