করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ২৫ বছর

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করেছে সরকার। এতে এখন থেকে সর্বনিম্ন ২৫ বছর বয়স হলেই সাধারণ নাগরিকরা করোনার টিকা নিতে পারবেন।

নতুন বয়সসীমা অনুযায়ী টিকা গ্রহণের নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপেও পরিবর্তন আনা হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম সমকালকে বলেন, ২৫ বছরের উপরে সবাইকে টিকার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষেই সুরক্ষা অ্যাপে টিকার জন্য নিবন্ধনের বয়সসীমা ৩০ থেকে কমিয়ে ২৫ বছর করা হয়েছে। এটি ধাপে ধাপে কমিয়ে ১৮ বছর করা হবে।

এর আগে গত ১৯ জুলাই করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর দুই সপ্তাহ আগে গত ৫ জুলাই করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ৩৫ বছর করা হয়েছিল।
নতুন বয়সসীমা নির্ধারণ করায় বৃহস্পতিবার থেকেই ২৫ বছর বয়সী বাংলাদেশি নাগরিক সুরক্ষা ওয়েবসাইটে (surokkha.gov.bd) প্রবেশ করে করোনার টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply